রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামি বক্তা মুফতি কাজী মো. ইব্রাহীম দোষ স্বীকার করেছেন। তাঁকে এক বছর তিন মাস ১৯ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক একেএম জুলফিকার হায়াত এ আদেশ দেন।
উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কাজী মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।
এরপর ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। হিসাব করলে দেখা যায়, গ্রেফতারের পর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত তার এক বছর তিন মাস ১৯ দিনের কারাবাস হয়। যা দণ্ড হিসেবে প্রদান করেন আদালত।
এই মামলায় একই বছর ২৯ সেপ্টেম্বর মুফতি ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২ অক্টোবর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত শেষে গত বছর অক্টোবরের তার বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।